শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদি হাসান মিরাজের। তবে নিজের প্রথম ম্যাচেই টসে হারলেন তিনি। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বিকেল ৩টায় শুরু হবে খেলাটি।
২০ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মিরাজের অধীনে প্রথম ম্যাচেই টসে হেরেছে বাংলাদেশ।
কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশ ক্রিকেটারের। পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম আজ প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামছেন।





































