
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এখন পর্যন্ত এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, দগ্ধ হয়েছেন প্রায় ২০০ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ছিলেন আশপাশে, যাদের অনেকেই হতাহত হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) জাতীয়ভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিসিবির পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বাংলাদেশের ক্রিকেটাররা কালো ব্যাজ ধারণ করে মাঠে নামবেন।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, “উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ পরবেন আমাদের ক্রিকেটাররা। ম্যাচ শুরুর আগে দুই দল এক মিনিট নীরবতাও পালন করবে।”
তবে সফরকারী পাকিস্তান দলের খেলোয়াড়েরা কালো ব্যাজ ধারণ করবেন কি না, সে সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়। বিষয়টি বাধ্যতামূলক না হলেও মানবিক বিবেচনায় তারাও অংশ নিতে পারেন এ শ্রদ্ধা কর্মসূচিতে।
এই শোকাবহ ঘটনার প্রভাব কেবল খেলার মাঠে নয়, ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে।






































