
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জোহর বাহরুর দু’টি নাইটক্লাবে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ অন্তত ১৭ জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৪ জন বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশীয় এবং ৯ জন চীনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা নাইটক্লাবগুলোতে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করতেন।
এছাড়া, অভিযানে একজন স্থানীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, যিনি সংশ্লিষ্ট বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে।
আটকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী তদন্ত চলছে। অভিযানের সময় আরও আটজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।










































