
রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী সমালোচনায় নীরব থাকা একটি রাজনৈতিক দলের আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, “নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেতে তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি।”
শুক্রবার (১২ ডিসেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না।’ একই সঙ্গে একাত্তরকে দলীয়করণ করাও ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এখন অনেক সচেতন। “ধর্মের বিড়ি বিক্রি করে আর ভোট চাওয়া যাবে না। তারপরও মাঠে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।”
তিনি জানান, বিএনপি জনগণের সামনে স্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরবে- স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপকরণ ও ন্যায্য মূল্য, স্বাস্থ্যকার্ড, কৃষিকার্ড- সব মিলিয়ে ‘সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ’।
বিএনপি নেতা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। “যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, এখন তারাই মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করছে। শিগগিরই হয়তো বলবে, শুধু তারাই মুক্তিযুদ্ধ করেছে।”
অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল নিয়েও বক্তব্য দেন তিনি। সালাহউদ্দিন বলেন, “গণতন্ত্রের উত্তরণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োজন। সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ঘোষিত নির্বাচনী তফসিল।”





































