
রাশিয়া আজ মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী দাবি করেছিল, তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপাদ সামরিক গ্রুপের প্রধান লিওনিদ শারভ বলেন, ‘কুপিয়ানস্ক শহর রুশ ষষ্ঠ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
এদিকে, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বার্লিনে চলমান আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে অগ্রগতির কথা উল্লেখ করেন। ইউরোপীয় নেতারা শান্তি নিশ্চিতে বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন।
রাশিয়ার দাবি, তারা গত নভেম্বরেই কুপিয়ানস্ক দখল করেছে। তবে ইউক্রেন পরে জানিয়েছিল, তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। খারকিভ অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ রেল জংশন।
শারভ বলেন, প্রতিদিনই ইউক্রেনীয় সেনাদের ছোট ছোট দল কুপিয়ানস্কে প্রবেশের চেষ্টা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘সব এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কিয়েভের পক্ষ থেকে কয়েকটি জেলা ও কাছাকাছি দুটি এলাকা পুনর্দখলের ঘোষণা দেওয়ার পর তিনি কুপিয়ানস্ক এলাকায় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জেলেনস্কির সফরটি আসে ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত ‘অগ্রগতি’ ঘোষণার পরপরই।
রুশ সেনারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে এবং বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে।





































