শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শেয়ার

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত


DU

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবির সাবেক শিক্ষার্থী ও জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হবে। এ কারণে নির্ধারিত দিনের ভর্তি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চব্বিশেরর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।