শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ১৯ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
শেয়ার

বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে


BNP

ফাইল ছবি

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে যাতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পাশাপাশি তিনি জানিয়েছেন উদ্ধুত পরিস্থিতিতে দলীয় দুই কর্মসূচিও স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কর্মসূচি ছিল। সেটি স্থগিত করা হয়েছে।

এছাড়াও, বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।