রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২১ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে ১৭ হাজার ৮৮০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার


saudi-arrest

ফাইল ছবি

সৌদি আরবে গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতি অনুযায়ী, গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদির আবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন বা ইকামা সংক্রান্ত জটিলতায় ১১ হাজার ১৯০ জন, সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশের দায়ে ৩ হাজার ৮০১ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৮৮৯ জনকে আটক করা হয়েছে; পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় ও যাতায়াতে সহায়তা করার অপরাধে ১৫ জন সৌদি নাগরিককেও আইনের আওতায় আনা হয়েছে।

একই সময়ে সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৫০৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। এদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশে সহায়তা করে, পরিবহন সুবিধা দেয় কিংবা কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দোষী প্রমাণিত হলে ওই ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা করার বিধান রয়েছে।

সূত্র: গালফ নিউজ