
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করে তিনি নেতা–কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। সামনে কঠিন সময় আসছে- তাই ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
রবিবার বিকেলে শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বক্তব্যের শুরুতেই সদ্য নিহত ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, “ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক। ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।” তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ, যোদ্ধা এবং ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের আদর্শ অক্ষুণ্ণ রাখতে সবাইকে দেশ গঠনে একযোগে এগিয়ে আসতে হবে।
তারেক রহমান আরও বলেন, “দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানের আগে তিনি বগুড়ায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্যোগের অংশ হিসেবে সাতমাথা চত্বর, সরকারি আজিজুল হক কলেজসহ শহরের ২০টি স্থানে সর্বসাধারণের জন্য ফ্রি ওয়াই–ফাই চালু করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতা, শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনের আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি নেতারা জানান, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তাদের কর্মযজ্ঞ সম্পর্কে জনগণকে জানাতে এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ কার্যকর ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করেন, ইন্টারনেট সুবিধার এই উন্মুক্ত প্ল্যাটফর্ম স্মরণ–চেতনার পাশাপাশি ডিজিটাল অগ্রযাত্রায় সাধারণ মানুষকে আরও একধাপ এগিয়ে দেবে।





































