বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ অগাস্ট ২০১৭, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

এ টি এম শামসুজ্জামান হাসপাতালে


atm-shamsuzzamanজনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে জরুরি ভিত্তিতে তার ডান চোখে অস্ত্রোপচার করা হবে।

দীর্ঘদিন ধরেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ রয়েছে। যা তার দৃষ্টিশক্তির জন্য হুমকি। গতকাল শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

এক দশক আগে চোখের সমস্যা নিয়ে ভারতের মাদ্রাজে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু ৫ ঘণ্টা হাসপাতালে বসে থাকার পর রাগ করে চলে আসেন। তারপর আর কোনো চিকিৎসকের কাছে যাননি। সম্প্রতি চোখে একটু বেশি যন্ত্রণা হচ্ছে। তাই চোখে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।