Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসে পদ আঁকড়ে ধরা চলবে না

italyনবগঠিত ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সাধারণ সম্পাদক এম. এ. রব মিন্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে সম্মেলন দিয়ে দলকে চাঙা রাখেন। আমাদের প্রবাসের নেতারা পদ আঁকড়ে ধড়ে তিন বছরের কমিটি আট বছর চালায়। সেটা আর হবে না। নেত্রীর দিক-নির্দেশনায় চলবে ইতালি আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বহির্বিশের বিভিন্ন দেশ থেকে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। নবগঠিত ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সাধারণ সম্পাদক এম. এ. রব মিন্টুর নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করে।

chardike-ad

কাউন্সিলে নেতারা সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়াও তারা বাংলাদেশ আওয়ামী লীগসহ দেশে বিদেশের বিভিন্ন আওয়ামী রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম মোল্লা, ইতালি আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার ফরাজী, আওয়ামী লীগ নেতা মতিন বেপারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে সম্মেলনে ইতালি আওয়ামী লীগের পুরাতন নেতারা যারা বর্তমানে স্থায়ীভাবে দেশে অবস্থান করছেন তারাও কাউন্সিলে অংশগ্রহন করেন।