Search
Close this search box.
Search
Close this search box.

ফেরি দুর্ঘটনার তদন্ত শুরু করবে দ.কোরীয় পার্লামেন্ট

সিউল, ১১ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ফেরি দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাতে যাচ্ছে। ওই ঘটনায় ৩০০ লোক মারা গেছে বা নিখোঁজ হয়েছে। রোববার রাজনীতিবিদরা একথা নিশ্চিত করেছেন। সরকার ও বিরোধী দল জানায়, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ পার্লামেন্ট অধিবেশন বসতে যাচ্ছে এবং সোমবার থেকে বেশ কয়েকটি কমিটি কাজ শুরু করবে।

chardike-ad

PYH2014041607530031500_P2প্রধান বিরোধী দল নিউ পলিটিক্স অ্যালাইয়েন্স ফর ডেমোক্রেসির নেতা পার্ক ইয়ং-সান বলেন, অধিবেশনে একটি সংসদীয় তদন্ত, একজন বিশেষ প্রসিকিউটর মনোনয়ন ও শুনানি নিয়ে আলোচনা হবে। পার্লামেন্টে ক্ষমতাসীন সানুরি পার্টির নেতা লি ওয়ান-কু এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে তার জন্য তারা সচেষ্ট হবে।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ২৭৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ২৯ জন এখনো নিখোঁজ রয়েছে। যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা সরকার এ বিপর্যয় মোকাবিলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে পুলিশের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তদন্তের দাবি জানায়।