Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনাঃ আরো এক লাশ উদ্ধার

সিউল, ১৩ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান আজ আবার শুরু হওয়ার পর আরো একটি লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। এর ফলে নিখোঁজের সংখ্যা দাড়িয়েছে ২৮এ।

chardike-ad

AEN20140513001251315_01_iপ্রতিকূল আবহাওয়ার কারণে বাধ্য হয়ে তিন দিন উদ্ধার অভিযান বন্ধ রাখার পর আবারো এ অভিযান শুরু করা হয়। ডুবে যাওয়া ওই ফেরি থেকে একে পর এক শিশুর লাশ বের করে আনায় মানসিকভাবে বিপর্যস্ত ডুবুরিদের কাউন্সিলিং করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সরকারি কর্মকর্তারা। প্রবল স্রোত ও সামুদ্রিক ঢেউয়ের কারণে শনিবার থেকে এ উদ্ধার অভিযান স্থগিত ছিল।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যায়। কোস্টগার্ড মুখপাত্র কো মিউং-সুক সাংবাদিকদের বলেন, সেখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর ১৬ সদস্যের একটি ডুবুরি দলকে মঙ্গলবার সকালে ওই ফেরির ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে তারা কোন লাশ উদ্ধার করতে পারেনি।