Search
Close this search box.
Search
Close this search box.

dollar-remittanceবিদেশ ভ্রমণকারীদের জন্য সুসংবাদই দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকটির অনুমতি ছাড়াই নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নেয়া যাবে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বিদেশে যাওয়া-আসার সময় ব্যক্তির সাথে রাখা ডলারের সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।

বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া কিংবা বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীরা এখন থেকে ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে পারবেন। এর চেয়ে বেশি বিদেশি মুদ্রা বহনের ক্ষেত্রে শুল্ক কর্তৃপক্ষকে জানাতে হবে।

এর আগে, বিশ্বের যে কোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা সঙ্গে করে নগদ ৫ হাজার ডলার ছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও ৭ হাজার ডলার নিতে পারতেন।