Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে ব্রেন স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

qatarকাতারে ব্রেন স্ট্রোক করে মোহাম্মদ সাইফুল (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশটির দোখান হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, মোহাম্মদ সাইফুল তিন বছর আগে কাতার পাড়ি জমান। তিনি কাতারের দোখানে একটি কোম্পানিতে কাজ করতেন। বুধবার কর্মরত অবস্থায় অসুস্থ হলে দ্রুত স্থানীয় হাসপাতালটিতে নিয়ে যাওয়া হয়। চারদিন চিকিৎসা নেয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।

মৃতের মরদেহ রাজধানী দোহা হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মোহাম্মদ সাইফুলের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ইস্টাং আবাসিক এলাকায় মান্নান মঞ্জিল। বাবা মরহুম আবদুল মান্নান।

এদিকে তার মৃত্যুতে দেশটিতে বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

Facebook
Twitter
LinkedIn
Email