sentbe-top

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

সিউল, ২২ মে ২০১৪:

গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
download (1)রাজধানীর আগারগাঁওস্থ ঢাকা ভূমিকম্প কেন্দ্র জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
স্থানীয় সময় রাত দশটা ২১ মিনিট ৫৮ সেকেন্ডের দিকে দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল বঙ্গোপসাগরে বলে জানা গেছে।
মংলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় হঠাৎ করে বিভিন্ন ভবনের মালামাল নড়ে চড়ে উঠলে লোকজন আতংকিত হয়ে পড়ে এবং ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। তবে ভূমিকম্পনে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

sentbe-top