সিউল, ২৩ মে ২০১৪:

উত্তর কোরিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিতর্কিত পিত সাগর সীমান্তে দক্ষিণ কোরিয়ার উসকানির জবাবে তার যুদ্ধজাহাজগুলোর ওপর কোনো সতর্ক সঙ্কেত না দিয়েই হামলা চালাবে পিয়ংইয়ং।

chardike-ad

119375বুধবার উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী বলেছে, দক্ষিণ কোরিয়া এমন সময় পরিকল্পিতভাবে বড় ধরনের উসকানিতে জড়িত হয়েছে, যখন পিয়ংইয়ংয়ের নৌযানগুলো এ অঞ্চলে অবৈধভাবে মাছ শিকাররত চীনা নৌকাগুলোকে ধাওয়া করছিল। তাই ভবিষ্যতে বিতর্কিত পিত সাগর সীমান্তে দক্ষিণ কোরিয়ার সামান্যতম উসকানির জবাবে কোনো সতর্ক সঙ্কেত না দিয়েই হামলা করবে উত্তর কোরিয়া।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার একটি টহল নৌযান বুধবার পিত সাগর সীমান্ত অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ সতর্কতামূলক গুলি ছুড়ে প্রতিক্রিয়া দেখায়। এদিকে চলতি বছর এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের প্রাক্কালে উত্তর কোরিয়ার টহল নৌযানগুলো এ বিতর্কিত সাগর সীমানা লঙ্ঘন করেছিল। পিয়ংইয়ং পিত সাগরের সীমানাকে স্বীকৃতি দেয়নি। সিএনএন।