লেবাননের জুনিতে রাসেল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ মে) সকালে একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।রাসেলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রাসেল মিয়ার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার গোমরাগুল গ্রামে। তার বাবার নাম করিম আলী।
জানা গেছে, গত ২ মাস আগে লেবানন যান রাসেল মিয়া। থাকতেন জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি বিল্ডিংয়ে। গত ২ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি।
তার ভাই দুলাল মিয়া পর্তুগাল থেকে জানান, রাসেল লেবাননে আসার পরেই আবার দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েন। রাসেল তার ভাইকে জানিয়েছিলেন, যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন।
মঙ্গলবার সকালে জুনির মালাব জেসর সংলগ্ন যে বিল্ডিংয়ে তিনি থাকতেন সে বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ব্যাপারে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।