Search
Close this search box.
Search
Close this search box.

shariarকরোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশে আটকে পড়েছেন অনেক প্রবাসী। তবে তাদের কাজে ফেরানোর জন্য সরকার বিশেষ ফ্লাইট চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‌‘বিদেশে কর্ম নিয়ে যাবার অপেক্ষায় যারা আছেন তারা মোটেও চিন্তা করবেন না। আমরা জানি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অন্য দেশগুলো থেকে ফ্লাইট যাবার ক্ষেত্রে অনেকদিন থেকেই বিধিনিষেধ থাকার কারণে আমাদের দেশ থেকে চাহিদা বেড়েছে। আমি নিজে দুই সাপ্তাহ আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

chardike-ad

তিনি বলেন, ‘বর্তমান লকডাউন একটি বার্তা যেখানে সবাইকেই অংশ নিতে হচ্ছে এবং কষ্ট হলেও এটা মানতেই হবে। তবে কয়েকদিনের মধ্যেই আমরা শুধু প্রবাসী ভাই-বোনদের কাজে যোগদানের (ফেরার নয়) জন্য বিশেষ ব্যবস্থা চালু করবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা ধৈর্য ধরে থাকবেন। কারও যোগদানে কয়েকদিন দেরি হলেও আমরা তা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে পারবো।’