বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৯ মে ২০১৪, ৭:৩১ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় নিযুক্ত লেবানন রাষ্ট্রদূত সড়ক দূর্ঘটনায় নিহত


সিউল, ২৯ মে ২০১৪:

AEN20140529005652315_01_iকোরিয়ায় নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত যায়েদ আল হাসান আজ বৃহস্পতিবার সিউলের ইথেউয়নে কার দূর্ঘটনায় নিহত হয়েছেন।

ইয়োংসান পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২ টা ৮ মিনিটে রাষ্ট্রদূতের গাড়ি নামসানের ৩নং টানেলের প্রবেশ পথে অন্য একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। অপর গাড়ির ২ জন যাত্রী কিছুটা আহত হলেও রাষ্ট্রদূতকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

পুলিশ বলছে তারা দূর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। রাষ্ট্রদূত মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ । উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে এই কূটনীতিক ইথেউয়নে একটি গাড়িকে ধাক্কা দেয়ায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।