বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৭ জুন ২০১৪, ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

হাড্ডাহাড্ডি লড়াইয়ে খিয়ংগিদো’র গভর্ণর হলেন সরকারী দলের প্রার্থী


৭ জুন ২০১৪:

সরকারী দলের মান বাঁচালেন নাম গিয়ং ফিল। খিয়ংগিদো প্রদেশে মান সম্মানে লড়াইয়ে মাত্র ১শতাংশেরও কম ভোটের ব্যবধানে তিনি হারিয়েছে বিরোধী দলের প্রার্থী কিম যিন পিওকে। নাম’কে সরকারী দলের অন্যতম সম্ভাবনাময়ী রাজনীতিবিদ হিসেবে ভাবা হয়।

´ç¼± ¼Ò°¨ ¹àÈ÷´Â ³²°æÇÊ °æ±âµµÁö»ç ´ç¼±ÀÎবিজয়ের পর নাম বলেছেন যদি খিয়ংগিদো পরিবর্তন হয় কোরিয়া পরিবর্তন হবে। আমি আমাকে সমর্থন দিয়েছেন কিংবা দেননি সবার সহযোগিতা নিয়ে খিয়ংগিদোর সংস্কার করার জন্য সর্বোচ্চ চেষ্ঠা করব।

সরকারী দল সেনুরী থেকে থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাম গিয়ং ফিল। সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করা নাম ইয়নসে ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।