Search
Close this search box.
Search
Close this search box.

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের যাবজ্জীবন শাস্তির আইন চেয়ে হাইকোর্টে রিট

সিউল, ১১ জুন ২০১৪:

বিভিন্ন পাবলিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের যাবজ্জীবন কারাদন্ডের শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে গতকাল একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

chardike-ad

সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ আজ রিট আবেদনটি দায়ের করেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। আগামী রোববার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী ও আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।

image_88068(1)ইউনূস আলী আকন্দ বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন ও নিবন্ধ যুক্ত করে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়েছে। সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কেন ব্যবস্থা নেয়া হবে না- মর্মে রুল জারির পাশাপাশি রিটে অন্তবর্তী নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে শিক্ষাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ ছয়জনকে প্রতিপক্ষ (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিট আবেদনে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিমকোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।