দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং বাক এর বড় ভাই লি সাং দুককে ঘুষ গ্রহনের অভিযোগে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ভাইকে গ্রেফতারের ঘটনা কোরিয়ার ইতিহাসে এই প্রথম ঘটল। সিউল কেন্দ্রীয় আদালত গতকাল ওয়ারেন্ট জারি করার পর ক্ষমতাসীন দলের সাবেক এমপি লি সাং দুককে পুলিশ সিউল ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। লির বিরুদ্ধে সলোমন সেভিংস ব্যাংক এবং মিরে ব্যাংক থেকে ৬০০ মিলিয়ন উওন নেওয়ার অভিযোগ রয়েছে। কোলন গ্রুপ ও তাদের কাছ থেকে ১৫০ মিলিওয়ন উওন নেওয়ার অভিযোগ করেছে। এসব অর্থ তিনি গত নির্বাচনী প্রচারনায় ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে। লিকে গ্রেফতারের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি। তিনি শুধু বলতে থাকেন ” জুয়েসুংহামনিদা ( দুঃখিত) । এ সময় উপরোক্ত ব্যাংকগুলোর ক্ষতিগ্রস্থ কিছু গ্রাহকদেরকে তার দিকে ডিম নিক্ষেপ করতে দেখা যায়।
(বার্তাসংস্থা ইউনহাপ অবলম্বনে)