Search
Close this search box.
Search
Close this search box.

জেতার জন্য মাঠে নামবে দক্ষিণ কোরিয়া

২২ জুন ২০১৪:

দ্বিতীয় পর্বে যেতে হলে আমাদেরকে জিততেই হবে। জেতার জন্য মাঠে আমাদের সব ধরণের প্রচেষ্ঠাই থাকবে। কোরিয়ান দলের তারকা ফুটবলার অধিনায়ক খু জা ছল জানালেন দলের প্রত্যয়ের কথা। আজ বাংলাদেশ সময় রাত ১টায় (কোরিয়ান সময় ভোর ৪টা) কোরিয়া মুখোমুখি হবে আলজেরিয়ার।

chardike-ad

140620wtবিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়া। বিপক্ষ অচেনা, তাই পরিকল্পনা সাজাতে গলদঘর্ম হতে হচ্ছে দুই কোচকে। অচেনা দল বলে বিপক্ষের শক্তি নিয়েও হিসাব করতে হচ্ছে বিস্তর। তবে দুই কোচই চান গত ম্যাচের ভাগ্য ফিরে না আসুক। কোরিয়ান কোচ হোং মিং বো রাশিয়ার বিপক্ষে দলের খেলায় সন্তুষ্ট। রুশনদের বিপক্ষে শিষ্যদের সেই পারফরম্যান্স আজও দেখতে চান কোচ। কোরিয়ান কোচের বিশ্বাস, প্রথম ম্যাচে তার শিষ্যরা ভালো লড়াই করেছে। রাশিয়া দ্বিতীয় গোলের অনেক সুযোগ তৈরি করলেও তারা গোল হজম করেনি। তাই আলজেরিয়ার বিপক্ষেও ভালো করার সাহস পাচ্ছেন হোং মিং বো, ‘শিষ্যদের আমি ধন্যবাদ দিতে চাই। তারা প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে। এই লড়াকু মনোভাব ধরে রাখলে আসরে ভালো করা সম্ভব। রাশিয়ার বিপক্ষে আমাদের পরিকল্পনা ঠিক ছিল। মাঠে ছেলেরা ভালোভাবে সুযোগ কাজে লাগিয়েছে। আজও তাদের কাছ থেকে তেমন কিছু আশা করছি। প্রথম ম্যাচের মতো খেললে আলজেরিয়াকে হারিয়ে তিন পয়েন্ট দখল করা সম্ভব।’

এদিকে আলজেরিয়া নিজেদের প্রথম ম্যাচের ভুল নিয়ে ভাবছে। বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলতে গিয়ে দুই গোল হজম করে আলজেরিয়া। ওই রক্ষণাত্মক মনোভাবই দলের হার ডেকে আনে বলে জানান কোচ ভাহিদ হালিলহোদজিক। সেই ভুল আজ করতে চান না আলজেরিয়ান কোচ। শিষ্যদের তাই আক্রমণাত্মক মনোভাব ধরে খেলতে বললেন পুরো ম্যাচজুড়ে। কোচের বিশ্বাস, বিপক্ষকে চাপে রাখলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব, ‘প্রথম ম্যাচে দলের খেলায় আমি খুব হতাশ হয়েছি। বেলজিয়ামের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ নষ্ট করেছি আমরা। আসলে বেলজিয়ামকে আমরাই জিতিয়ে দিয়েছি। এই ম্যাচে একই ভুল করা যাবে না। বিপক্ষকে চেপে খেলে আমরা পয়েন্ট আদায় করতে চাই।’

সব গ্রুপের দ্বিতীয় পর্বের মীমাংসা অনেকটা হয়ে গেছে। এ অবস্থায় যেন নিরাপদে এগোচ্ছে এইচ গ্রুপ। বড় কোনো ফুটবল শক্তি না থাকায় গ্রুপের চার দলই স্বপ্ন দেখছে দ্বিতীয় পর্বের। বেলজিয়াম অবশ্য একটু এগিয়ে। প্রথম ম্যাচে জিতে তিন পয়েন্ট ঝুলিতে আছে তাদের। বেলজিয়াম ছাড়া গ্রুপের বাকি তিন দলেরই আছে সমান সম্ভাবনা। আজ সেই সম্ভাবনা নিজেদের পক্ষে সত্যি করতে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়া। নিজ নিজ প্রথম ম্যাচে কোরিয়া ও আলজেরিয়া দুই দলই এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়ে ম্যাচ শেষ করেছে। রাশিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে কোরিয়া। আর বেলজিয়ামকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও ২-১ গোলে হেরে তিন পয়েন্ট হারিয়েছে আলজেরিয়া। তবে এখনও কিছুই শেষ হয়নি তাদের। দুই দলকেই হাতছানি দিচ্ছে দ্বিতীয় পর্ব। হাতছানিতে সাড়া দিতে অবশ্যই আজ তিন পয়েন্ট নিশ্চিত করতে হবে কোরিয়া ও আলজেরিয়াকে।