Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় সতীর্থের গুলিতে ৫ সেনা নিহত

২৩ জুন ২০১৪:

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দেশটির পাঁচ সতীর্থকে গুলি করে হত্যা এবং সাতজনকে আহত করার দায়ে অভিযুক্ত এক সেনাকে আটকের জন্য রোববার তল্লাশি অভিযান শুরু করেছে।

chardike-ad

image_87391_0দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র বলেছেন, ইম নামের এ সার্জেন্ট শনিবার রাতে রাজধানী সিউলের পূর্বের খাংউওন প্রদেশের একটি সীমান্ত চৌকিতে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা মারাত্মক বলে জানান হয়েছে।

সার্জেন্ট ইম নিজ সতীর্থ সেনাদের ওপর গুলিবর্ষণের জন্য দেশটির সামরিক বাহিনীর  কে২ রাইফেল ব্যবহার করেছে। এ অস্ত্র নিয়েই সার্জেন্ট ইম পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

অবশ্য পালিয়ে যাওয়ার সময় সঙ্গে কতো গুলি নিয়ে যেতে পেরেছে সে বিষয় নিশ্চিত হওয়া যায় নি। তল্লাসি অভিযান বা শনিবারের গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ এখনো দেয়া হয়নি।

এদিকে, গুলিবর্ষণের ঘটনা যেখানে ঘটেছে তার আশেপাশের গ্রামবাসীদের সর্তক করে দেয়া হয়েছে এবং তাদেরকে ঘরে থাকার আহ্বান জানান হয়েছে।

এই গুলিবর্ষণের ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত দুই কোরিয়ার সীমান্তে ভারি অস্ত্রে সজ্জিত হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।