Search
Close this search box.
Search
Close this search box.

তুর্কমেনিস্তানে গ্যাস প্লান্ট স্থাপন করবে দক্ষিণ কোরিয়া

২৩ জুন ২০১৪:

প্রাকৃতিক গ্যাসের মজুদে বিশ্বে চতুর্থ শীর্ষ মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভাক গুন হে ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বেরদিমুখাম্মেদভের উপস্থিতিতে এ-সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়।

chardike-ad

isতুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনের জন্য রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি তুর্কমেঙ্গাজ ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি ও হুন্দাইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪ বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করলাম।’

অন্যদিকে ভাক বলেন, ‘তুর্কমেনিস্তানের আছে জ্বালানি সম্পদ আর আমাদের আছে অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা। আমরা যদি সুবিধাগুলো কাজে লাগাই, তবে এ সফলতা পারস্পরিক সহযোগিতার ভিত্তি তৈরি করবে।’