Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষমতাসীন সেনুরি পার্টির বিশাল বিজয়

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় উপনির্বাচনে ক্ষমতাসীন সেনুরি পার্টি বিশাল বিজয় পেয়েছে। গতকালকের নির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১১টিতেই বিজয় লাভ করেছে। এতে ৩০০ আসনের মধ্যে সেনুরি পার্টির আসন সংখ্যা দাড়ালো ১৫৮তে।

K2014073000412-450(0)বিরোধী জোটের দুই নেতা দলের শোচনীয় পরাজয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিরোধী জোট এনপিএডি’র কো-চেয়ারম্যান আন ছল চো আজ দলের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানানো হয়েছে।

chardike-ad

উপনির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার পূর্ভাবাস দেওয়া হলেও ক্ষমতাসীন দল বড় ব্যবধানেই ১০টি আসনে জয়লাভ করে এবং সিউলের একমাত্র আসন দোংজাকে মাত্র এক হাজারো কম ভোটের ব্যবধানে জয়লাভ করে।

জল্লা প্রদেশের সুনছনে বিরোধী জোটের প্রার্থীকে পরাজিত করে ইতিহাস গড়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী লি। জল্লা প্রদেশে ১৯৮৮সালের পর এই প্রথম কনজারভেটিভ এই দলটির কোন প্রার্থী জয়লাভ করল।