Search
Close this search box.
Search
Close this search box.

মাওয়ায় ২৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি

মাওয়ার লৌহজং চ্যানেলে ২৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং চ্যানেলের কাছে দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। স্থানীয় ডুবুরি দল ও সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে নৌবাহিনীর ১২ সদস্যের ডুবুরি দল।

index_46420জানা গেছে, হাজরা পয়েন্টে স্রোতের কবলে পড়ে পিনাক লঞ্চটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া সি-বোর্ড মালিক সমিতির কর্মকর্তা ওহিদুল সরদার জানান, ঘটনার পরপরই শতাধিক সি-বোর্ড দিয়ে প্রায় শতাধিক যাত্রী জীবিত উদ্ধার করা হয়। আরো শতাধিক যাত্রী লঞ্চটিতে থাকতে পারে বলেও জানান তিনি।

chardike-ad

মাওয়া নৌ-ফাড়ি ইনচার্জ খন্দকার খালেদ জানান, লঞ্চটি শরিয়তপুর থেকে মাওয়া আসার পথে মাঝ পদ্মার হাজরা পয়েন্টে ডুবে যায়। এখনও উদ্ধার কাজ চলছে। প্রায় শতাধিক যাত্রী জীবিত উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।