Search
Close this search box.
Search
Close this search box.

দীর্ঘ ৬দিন পর অবশেষে খোঁজ মিলেছে পিনাক-৬। উদ্ধারকারী অত্যাধুনিক জাহাজ জরিপ-১০ লঞ্চটি ডুবে যাওয়ার এক কিলোমিটারের মধ্যে একটি জাহাজের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে এটিই গত সোমবার ডুবে যাওয়া পিনাক-৬।

10570426_669781593114197_2090097965775647351_nআজ ঘণ্টাখানেক আগে মাওয়া ঘাটের যেখানে পিনাক-৬ ডুবে গিয়েছিল সেখানের এক কিলোমিটারের মধ্যে একটি লঞ্চ শনাক্ত করতে পেরেছে উদ্ধারকারী জাহাজ জরিপ-১০। ধারণা করা হচ্ছে, এটেই ৬ দিন আগে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চট্রগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুর।

chardike-ad

এ ব্যাপারে উদ্ধার কাজের সমন্বয়ক ক্যাপ্টেন নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ইতিমধ্যেই অনুসন্ধানে ডুবুরি দলকে নামানো হয়েছে। এটিই ৬ দিন আগে ডুবে যাওয়া লঞ্চ এম এল পিনাক-৬ কিনা তা নিশ্চিত হতে তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, যন্ত্রের মাধ্যমে আমরা যেসব ছবি পেয়েছি- তাতে আমরা এখনই নিশ্চিত হতে পারছি না যে এটিই ডুবে যাওয়া লঞ্চ কিনা। তিনি বলেছেন, বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে। সহযোগী একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।