পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তের ওপার থেকে পুশ-ইন অব্যাহত থাকার ঘটনায় বাংলাদেশ শীঘ্রই ভারতকে আরেকটি নতুন ও বাস্তবসম্মত কূটনৈতিক নোট পাঠিয়ে এই ধরনের বিষয়গুলি সমাধানের জন্য নির্ধারিত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেবে।
পররাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমরা আজ অথবা আগামীকাল তাদের একটি নতুন চিঠি (কূটনৈতিক নোট) দেব। আমরা তাদের একটি বাস্তবসম্মত চিঠি দেব।”
চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদমূলক নোট আকারে কড়া হবে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি কীভাবে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে।”
উপদেষ্টা জানান, বাংলাদেশ বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কিছু ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে এবং বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে কিছু লোককে গ্রহণ করেছে।
বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে উপদেষ্টা বলেন, প্রতিটি বিষয় পৃথকভাবে পরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি জাতীয়তার প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।