শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ২২ জুন ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার

কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে চারদিকে


কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে চারদিকে

পদের নাম: কমার্শিয়াল এক্সিকিউটিভ
কোম্পানি: চারদিকে লিমিটেড
অবস্থান: হাতিরপুল, ঢাকা, বাংলাদেশ
পদের সংখ্যা: অনির্ধারিত

সুবিধাসমূহ
বেতন: অভিজ্ঞতার ভিত্তিতে (আলোচনাসাপেক্ষ)।
কাজের দিন: সপ্তাহে ৫ দিন (শুক্রবার ও শনিবার ছুটি)।
উৎসব বোনাস: বছরে ২টি।
খাবার: লাঞ্চ এবং স্ন্যাকস প্রদান করা হবে।

যোগ্যতা
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা।
MS Office (Word, Excel, PowerPoint, Outlook)-এ দক্ষতা।
চাপের মধ্যে একাধিক কাজ পরিচালনার সক্ষমতা।
মানুষকে বোঝানোর দক্ষতা এবং দর কষাকষির ক্ষমতা।

নতুনরাও আবেদন করতে পারেন; তবে কমার্শিয়াল/ক্রয় বিভাগে পূর্ব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে

আবেদন করার পদ্ধতি
আপনার জীবনবৃত্তান্ত (CV) ইমেইল করুন [email protected] ঠিকানায়।
সাবজেক্ট এর ঘরে অবশ্যই “Executive– Commercial” উল্লেখ করুন।

আবেদনের শেষ তারিখ: ২৬শে জুন, ২০২৫