সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট ক্রিয়েশনর প্রতিযোগীতার আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। পাবলিক প্লেসে পানি, হাইজিন ও টয়লেট নিয়ে আপনার অভিজ্ঞতা কিংবা কেমন হওয়া উচিত দেশের পাবলিক স্যানিটেশন? এ সংক্রান্ত ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য বানাতে হবে দুই থেকে পাঁচ মিনিটের নতুন ও মৌলিক ভিডিও কনটেন্ট।
নির্বাচিত সেরা দশজন কনটেন্ট ক্রিয়েটরের প্রত্যেকে পাবেন ২৫ হাজার টাকা সমমূল্যের পুরষ্কার। পরবর্তী সেরা পঁচিশজন কনটেন্ট ক্রিয়েটরের জন্যও থাকবে আকর্ষণীয় পুরষ্কার। মোট ৩৫ জন কনটেন্ট ক্রিয়েটরের পাবেন ‘পথে হল দেখা’ উৎসবে আমন্ত্রণ।
পথে হল দেখা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম-
প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত, কোনো বয়সসীমা নেই।
একজন প্রতিযোগী শুধু একটি কন্টেন্ট জমা দিতে পারবেন।
কন্টেন্টটি অবশ্যই অপ্রকাশিত, নতুন ও মৌলিক হতে হবে।
ফরম্যাট হতে হবে ভিডিও এবং দৈর্ঘ্য হতে হবে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে।
ভিডিও’র ন্যূনতম রেজ্যুলেশন হতে হবে ১৯২০X ১০৮০ পিক্সেলস।
ভার্টিকাল বা হরাইজন্টাল – উভয় ভিডিওই গ্রহণযোগ্য
কনটেন্ট জমা দিতে হবে ২৪ জুন ২০২৫ তারিখের মধ্যে।
কনটেন্ট জমা দেওয়ার লিঙ্ক- https://forms.gle/WuW6gH4cZ4CjAprR8