বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ জুন ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২৫-২৬ অর্থ-বছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থ-বছরের সংশোধিত বাজেট ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা হিসেবেও উপস্থাপন করা হয়।

সোমবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করেন চসিক মেয়র।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সঞ্চালনা করেন চসিক সচিব মো. আশরাফুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।