পদের নাম: সিনিয়র সেলস এক্সিকিউটিভ
কোম্পানি: চারদিকে লিমিটেড
অবস্থান: হাতিরপুল, ঢাকা, বাংলাদেশ
পদের সংখ্যা: ০২
সুবিধাসমূহ
বেতন: অভিজ্ঞতার ভিত্তিতে (আলোচনাসাপেক্ষ)।
কাজের দিন: সপ্তাহে ৫ দিন (শুক্রবার ও শনিবার ছুটি)।
উৎসব বোনাস: বছরে ২টি।
খাবার: লাঞ্চ এবং স্ন্যাকস প্রদান করা হবে।
দক্ষতা ও সামর্থ্য
চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা।
শক্তিশালী দরকষাকষি ও চুক্তি চূড়ান্তকরণে দক্ষতা।
স্বাধীনভাবে এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা।
এমএস অফিস এবং সিআরএম সফটওয়্যারে দক্ষতা।
সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা।
যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের প্রমাণিত বিক্রয় অভিজ্ঞতা (উদাহরণ:এফএমসিজি, খুচরা বিক্রয় ইত্যাদি)।
B2B/B2C ক্লায়েন্ট পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
ব্যবসা প্রশাসন, মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি
আপনার জীবনবৃত্তান্ত (CV) ইমেইল করুন [email protected] ঠিকানায়।
সাবজেক্ট এর ঘরে অবশ্যই Senior Executive Sales উল্লেখ করুন।
আবেদনের শেষ তারিখ: ২৬ জুন, ২০২৫