সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৯ জুন ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শেয়ার

এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার


NBR employees announced জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক। এর ফলে গত কয়েক দিন ধরে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত শেষ হলো।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তব্যে ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মাহমুদ তারেক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা প্রমুখ।

এর আগে, গত শনিবার থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে এনবিআরের কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়। ঢাকার এনবিআর ভবন, চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া, বুড়িমারীসহ দেশের সব স্থলবন্দর ও শুল্কস্টেশনে শুল্ক ও কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে চলছিল কর্মকর্তাদের আন্দোলন, যা অবশেষে আলোচনার মাধ্যমে প্রত্যাহার করা হলো।