চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মোংলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায়।
তিনি বলেন, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী মালবাহী একটি ট্রেন শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ক্রসিং শেষে লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে লাইনচ্যুত গার্ডব্রেক বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে রওনা হয়েছে।
মিন্টু কুমার জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ শুরু করা হবে। আপাতত খুলনার সঙ্গে সারা দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।