বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৫ জুলাই ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ


taskin-bdশ্রীলঙ্কা বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্য হারের পর সিরিজ হারের লজ্জা এড়ানোর তাগিদে দ্বিতীয় ওয়ানডেতে আজ (৫ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। যেখাবে জয়ের কোনো বিকল্প নাই টাইগারদের সামনে। যদিও কাজটা খুব একটা সহজ হবে না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বেলা ৩টায়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। সেই হারে খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা। ফলে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে এবার।

যদিও জিতলেই জেতা হবে না সিরিজ। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ জিতে যাওয়ায় আছে কেবল সমতায় ফেরার সম্ভবনা। আর যদি হেরে যায় তবে ২-০ তে সিরিজ জিতে যাবে লঙ্কানরা।

এমন কঠিন সমীকরণ মেলানো যদিও খুব একটা সহজ হবে না। যেখানে ব্যাটিং নিয়েই বড় দুশ্চিন্তা। প্রথম ম্যাচে এই ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে টাইগারদের। তানজিদ ও জাকের ছাড়া কেউ পারেনি ভালো করতে।

অথচ বুধবার প্রথম ওয়ানডেতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২৪৪ রান তাড়ায় ১ উইকেটেই তুলে ফেলে ১০০ রান। তবে এরপর ৫ রান যোগ করতেই হারিয়ে ফেলে আরো ৭ উইকেট! ১০৫ রানেই ৮ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে হেরে যায় টাইগাররা। এমন হারে বাংলাদেশকে ঘিরে এখন এক সমুদ্দুর সংশয়। তবে তা আঁকড়ে বসে থাকার সুযোগ নেই, দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে তাদের। অন্তত সেই হারটা যে কেবল দুর্ঘটনা ছিল, তা বুঝাতে খুব করেই চাই একটা দাপুটে জয়।

একদিকে যেমন নেই মুশফিক-মাহমুদউল্লাহ, তেমনি তাদের জায়গা দখলে নিতে ব্যর্থ লিটন-মিরাজরা। প্রথম ম্যাচে মিডল অর্ডারে দায়িত্ব নিতে একেবারেই ব্যর্থ ছিলেন তারা। এদিকে আবার দলে এসেছে নতুন নেতৃত্ব। দলটাকে বুঝে পেতেও তার প্রয়োজন সময়ের। লম্বা পরিকল্পনা করার সেই সময়টা পাননি মেহেদী মিরাজ।

তবে সবচেয়ে বড় ভয়ের কারণ, প্রায় জিততে ভুলে যাওয়া। বাংলাদেশ শেষ ওয়ানডে জিতেছিল ৭ ম্যাচ আগে! অর্থাৎ জয়ের স্বাদ পেতে প্রায় ভুলেই গেছে টাইগাররা।

তবে সব সংশয়, শঙ্কা আর সমীকরণ দূরে ঠেলে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে- সেটাই এখন দেশবাসীর প্রত্যাশা।