
বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে এ সিদ্ধান্ত দিলেন তিনি।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী ৯ জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ১৪টি দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন জানায়, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের বাইরেও আলাদাভাবে কার্যকর হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয়, তাহলে সেই পণ্যের ওপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে।’
এবার শুধু বাংলাদেশ নয়—দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ওপরও ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এসব তথ্য ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত চিঠিতে জানানো হয়।
এদিকে, নতুন শুল্কনীতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আগামীকাল (বুধবার) মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হবে। আলোচনার ফল নিয়ে আশাবাদী তারা। সম্ভাব্যভাবে ওই বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও।





































