Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় সরকারী দলের দুইজনসহ তিন এমপি গ্রেফতার

বাক সাং উন
বাক সাং উন

দুর্নীতির অভিযোগে তিনজন সংসদ সদস্যকে গ্রেফতার করেছে কোরিয়ার পুলিশ। কোরিয়ার ক্ষমতাসীন দল সেনুরি পার্টির এমপি জো হিয়ন রিয়োং, বাক সাং উন এবং বিরোধী দলের এমপি কিম জে ইয়ুনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বিরোধীদলের অন্য দুই এমপিকে গ্রেফতারের আবেদন নাকচ করে দেয় স্থানীয় আদালত।

জো হিয়ন রিয়োং
জো হিয়ন রিয়োং
PYH2014082200130001300_P2
কিম জে ইয়ুন

পাঁচজন এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠনের পর গতকাল বৃহস্পতিবার সিউল এবং ইনছনের আদালতে আলাদা আলাদাভাবে হাজিরা দিতে আসে এই পাঁচজন এমপি।  আদালত অভিযোগ রিভিও করার পর তিনজন এমপিকে গ্রেফতারের নির্দেশ দেয়।

chardike-ad

গ্রেফতারকৃত সরকারী দলের দুই এমপি’র বিরুদ্ধে রেলওয়ের পার্টস সাপ্লাইয়ার সামিয়ু ই এন্ড সিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ১৬০ মিলিয়ন উওন ঘুষ নিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে বিরোধীদলের তিননেতার বিরুদ্ধে অভিযোগ সিউল ভোকেশনাল স্কুলের পক্ষে আইন প্রণয়নের জন্য ঐ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ৫০ মিলিয়ন উওন ঘুষ নিয়েছেন।