Search
Close this search box.
Search
Close this search box.

ভর্তি কমিটিতে অনিয়মের দায়ে জাবির অধ্যাপক চাকরিচ্যুত

index_48746জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আকন্দকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভাগীয় কমিটিতে অবৈধভাবে অন্তর্ভুক্তি এবং এ ঘটনায় বিভাগের ফটকে তালা দিয়ে বিভাগে সঙ্কটাবস্থা তৈরিসহ কয়েকটি অভিযোগে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এর আগে ১৮ মার্চ সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সভায় অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এদিকে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক একেএম আনিসুজ্জামানের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়। ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে প্রধান করে এ কমিটি করা হয়।

chardike-ad