বেসরকারি বাংলা টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকার ফার্মগেট সংলগ্ন পূর্ব রাজাবাজারে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে পাঁচ-ছয়জন যুবক ফারুকীর ১৭৪ নং পূর্ব রাজা বাজারের বাসায় হানা দেয়। ডাকাতরা এ সময় বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করতে গেলে ফারুকী তাদের বাধা দেন। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ফারুকী চ্যানেল আইয়ের ওই অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করতেন। তিনি ঢাকার হাইকোর্ট মসজিদের খতিব ছিলেন।



































