নিঃসঙ্গ জীবন দূর করতে শেষ বয়সে এসে বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার নিজ এলাকার মাস্টার্স ও এলএলবি পাত্রীর সঙ্গে বিয়ে হবে।সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে আলোচনা হলে মঙ্গলবার তার সূত্র ধরে সাংবাদিকরা রেলমন্ত্রীর সঙ্গেকথা বলতে গেলে মন্ত্রী এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘কুমিল্লার মেয়ে নম্র ভদ্র এবং সুশিক্ষিত পাত্রীকে আমি শেষ বয়সে বিয়ে করবো।’রেলমন্ত্রীর এ শুভ খবরে রেলভবনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।এর আগে গত ৩ মাচ জাতীয় সংসদে ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হককে সংসদ সদস্য হাজি সেলিম চিরকুমার বললে মন্ত্রী বলেন, ‘আমাকে চিরকুমার বলা ঠিক হবে না। আপাতত চিরকুমার।’