বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৫ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শেয়ার

অনিয়মের অভিযোগে ‘বিনিময়’ প্ল্যাটফর্ম বাতিল করল বাংলাদেশ ব্যাংক


binimoyঅনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে ডিজিটাল লেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’কে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্ল্যাটফর্মটি চালু করতে তাদের উপর চাপ দেওয়া হয়েছিল। তবে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ না মেলায় ও একাধিক অনিয়মের কারণে শেষ পর্যন্ত এটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২২ সালের নভেম্বরে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে অর্থ লেনদেন সহজ করার লক্ষ্যে ‘বিনিময়’ চালু করা হয়।
তৎকালীন সরকারের আমলে আইসিটি বিভাগের উদ্যোগে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে এটি তৈরি করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আমরা চুক্তি যাচাইয়ের সুযোগ না পেয়ে বাধ্য হয়েই এটি চালু করি। শুরু থেকেই ছিল অনিয়ম। এখন আমরা এটি আইনগতভাবে বাতিল করেছি।

চুক্তি অনুযায়ী সরকার থেকে অর্থ পাওয়ার কথা থাকলেও সাত–আট মাস ধরে কোনো অর্থ পায়নি কেন্দ্রীয় ব্যাংক। ‘বিনিময়’ ব্যবহারে আগ্রহ ছিল না অনেক ব্যাংকেরই। ইন্টারফেস জটিল হওয়ায় ব্যবহারকারীরাও আগ্রহ দেখায়নি। এখন নতুন একটি প্ল্যাটফর্ম ‘মোজালুপ’-এর সহায়তায় তৈরি হচ্ছে, যা গেটস ফাউন্ডেশন দ্বারা সমর্থিত।

এর আগে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকসহ আটটি ব্যাংক প্ল্যাটফর্মটি ব্যবহার করছিল। এমএফএস সেবাদাতাদের মধ্যে ছিল বিকাশ, রকেট ও এমক্যাশ।

সংশ্লিষ্টরা বলছেন, বিনিময় বন্ধ হলেও ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর থেমে থাকছে না। সংশ্লিষ্টদের প্রত্যাশা—এখন একটি স্বচ্ছ, কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গড়ে উঠবে, যা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন গতি আনবে।