Search
Close this search box.
Search
Close this search box.

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবি ভর্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করছেন উপাচার্যসহ অন্যরা (ফাইল ফটো)
ঢাবি ভর্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করছেন উপাচার্যসহ অন্যরা (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ ১২ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ১৬৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮০,৪৪২ জন। এ বছর প্রথমবারের মতো ঢাবির ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

chardike-ad

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের মাধ্যমে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিসহ ৫টি অনুষদ ও ৪টি ইন্সটিটিউটের অধীনে সর্বমোট ২৫টি বিভাগে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে নতুন যুক্ত হয়েছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ।