শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ অগাস্ট ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
শেয়ার

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দফতর (এফও) জানিয়েছে, এটি ১৩ বছরের মধ্যে কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

শনিবার (২৩ আগস্ট) এক সরকারি সফরে ঢাকার উদ্দেশ্যে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি ছেড়েছেন তিনি।

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘উপ-প্রধানমন্ত্রী দার আজ বাংলাদেশে ঐতিহাসিক সফর শুরু করেছেন। ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।’

প্রায় ১৩ বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, তাই এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।