Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় টেস্টেও টাইগারদের লজ্জাজনক হার

west-indies-team

তামিম ইকবাল ও মুমিনুল হকের শতরানের জুটির পরও লজ্জাজনক ব্যবধানে হারল বাংলাদেশ। ২য় টেস্টের ৪৮৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানে অলআউট হয় টাইগার ব্যাটসম্যানরা। একদিন বাকি থাকতেই গতকাল মঙ্গলবার শেষ হলো ২য় টেস্ট। ২৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে অতিথিরা।

chardike-ad

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শিবনারায়ন চন্দরপলের শতকে পর ৪ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ১ম ইনিংসে ২১৯ রানের লিডের সুবাদে বাংলাদেশকে ৪৮৯ রানের টার্গেট দেয় স্বাগতিকরা।

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ২৭ বলে ৩৯ রান নিয়ে আউট হয় ওপেনার শামসুর রহমান। এরপর কোনো রান না নিয়েই প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক।

তৃতীয় উইকেটে তামিম-মুমিনুলের ১১০ রানের জুটির পর দলীয় ১৫৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার তামিম (৬৪)। তামিমের বিদায়ের পর ধারাবাহিকভাবে উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৩৪ রানের বিনিময়ে বাংলাদেশের অবশিষ্ট ৭ উইকেট তুলে নেয় ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া মাহমুদুল্লাহ আউট হয়েছেন শূন্য রানে। ব্যক্তিগত ৫৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল। এরপর মুশফিক বা নাসির কেউ প্রতিরোধের দেওয়াল তৈরি করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৭৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার বেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৮০ (চন্দরপল ৮৪*, জনসন ৬৬, ব্রেথওয়েইট ৬৩; আল-আমিন ৩/৮০) ও ২৬৯/৪ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ৪৫, জনসন ৪১, এডওয়ার্ডস ২, ব্র্যাভো ৭, চন্দরপল ১০১*, ব্ল্যাকউড ৬৬*; মাহমুদুল্লাহ ২/৬৪, শফিউল ১/৪২, তাইজুল ১/৮১)

বাংলাদেশ: ১৬১ (মাহমুদুল্লাহ ৫৩, তামিম ৪৮; রোচ ৫/৪২) ও ১৯২ (তামিম ৬৪, শামসুর ৩৯, এনামুল ০, মুমিনুল ৫৬, মাহমুদুল্লাহ ০, মুশফিক ১১, নাসির ২, তাইজুল ৪, শফিউল ১৪, রবিউল ০, আল-আমিন ০*; বেন ৫/৭২, টেইলর ৩/৩৯, গ্যাব্রিয়েল ১/২৪, রোচ ১/৪৩)