Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাজ্যের অধীনেই থাকছে স্কটল্যান্ড

scots

স্কটল্যান্ড যুক্তরাজ্যের অধীনেই থাকবে, না স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে—এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত গণভোটের প্রথম দফার ফলাফল সংবাদমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে। এতে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।

chardike-ad

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরো ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সবার আগে ফলাফল প্রকাশিত হওয়া কাউন্সিল ক্লাকম্যান্যানশায়রে ‘না’ ভোট বিজয়ী হয়েছে। সেখানকার ৮৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে দেখা যায়, ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৩৬টি। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৬ হাজার ৩৫০টি।

উত্তরাঞ্চলের দ্বীপ কাউন্সিল অর্কনি এবং শেটল্যান্ডের স্কটিশরা স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিয়েছে।

অর্কনিতে ‘না’ ভাট পড়েছে ১০ হাজার চারটি । ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ হাজার ৮৮৪টি । শেটল্যান্ডে ৯ হাজার ৯৫১ জন স্কটিশ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিয়েছেন, ‘হ্যাঁ’ ভোট ৫ হাজার ৬৬৯টি ।

এদিকে দ্য টেলিগ্রাফ পত্রিকার ‘লাইভ স্কোর’-এ দেখা যায়, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ৫৭ শতাংশ স্কটিশ স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে ভোট পড়েছে ৪২ শতাংশ।