Search
Close this search box.
Search
Close this search box.

শীর্ষস্থান হারালেন সাকিব

sakibটেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। ছয় মাসেরও বেশি সময় ধরে টেস্ট খেলা থেকে দূরে থাকায় এমনটি হয়েছে  ।

সাকিবকে টপকে শীর্ষে উঠে এসেছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৫৭। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৫০।

chardike-ad

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৪ পয়েন্ট হারিয়েছেন দেশসেরা ক্রিকেটার। আশ্বিন ও সাকিবের পর আছেন দক্ষিণ আফ্রিকার ফিলান্ডার (রেটিং পয়েন্ট ৩৪৮)। এরপর আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (২৯৬) ও অস্ট্রেলিয়ার মিচেল জনসন (২৮০)।

এর আগে গত ১৯ আগস্ট আইসিসির টেস্ট অলরাউন্ডার রাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছিলেন সাকিব। ২০১১ সালের ১৭ ডিসেম্বর প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছিলেন সাকিব। ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং ছিল মাগুরার এই তারকার।