আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমত বিধ্বস্ত করেছে পাকিস্তান। রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৭৫ রানের বড় জয়ে শিরোপা নিশ্চিত করে সালমান আঘার দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে পাকিস্তান। ফখর জামান করেন সর্বোচ্চ ২৭ রান, মোহাম্মদ নওয়াজ যোগ করেন ২৫, আর অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকি ব্যাটাররা খুব একটা দাঁড়াতে পারেননি।
আফগানিস্তানের হয়ে রশিদ খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। নুর আহমদ ও ফজলহক ফারুকি দু’টি করে উইকেট নেন, আরেকটি উইকেট যায় এএম গজনফরের ঝুলিতে।
জবাবে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ে ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। বাঁহাতি এই স্পিনারের যাদুতে মাত্র ১৫.৫ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তিনি একাই নেন ৫ উইকেট, এর মধ্যে ছিল দুর্দান্ত একটি হ্যাটট্রিকও। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরানোর পর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ে ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান। তবে দলের বাকি ব্যাটাররা পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি।
নওয়াজ ৪ ওভারে ১৯ রান খরচায় নেন ৫ উইকেট। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট, শাহিন আফ্রিদি শিকার করেন একটি।







































