সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান তোলার পর জফরা আর্চারের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৭২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এতে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড, যা ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গড়েন ওপেনার জেমি স্মিথ (৬২), বেথেল (১১০) ও রুট (১০০)। শেষ দিকে জস বাটলার ৩২ বলে ঝড়ো ৬২ রান করে দলকে নিয়ে যান ৪১৪ রানে।
রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ধসে পড়ে। ৮.৫ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জফরা আর্চার ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন, আদিল রশিদ পান ৩ উইকেট। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান আসে করবিন বশের ব্যাট থেকে।
এতোদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত।
একনজরে ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়:
| রান ব্যবধান | দল | বিপক্ষ | ভেন্যু | সাল |
|---|---|---|---|---|
| ৩৪২ | ইংল্যান্ড | দক্ষিণ আফ্রিকা | সাউদাম্পটন | ২০২৫ |
| ৩১৭ | ভারত | শ্রীলঙ্কা | তিরুবনন্তপুরম | ২০২৩ |
| ৩০৯ | অস্ট্রেলিয়া | নেদারল্যান্ডস | দিল্লি | ২০২৩ |
| ৩০৪ | জিম্বাবুয়ে | যুক্তরাষ্ট্র | হারারে | ২০২৩ |
| ৩০২ | ভারত | শ্রীলঙ্কা | মুম্বাই | ২০২৩ |







































