বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

প্রোটিয়াদের ৩৪২ রানে হারিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড


england-africaসাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান তোলার পর জফরা আর্চারের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৭২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এতে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড, যা ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গড়েন ওপেনার জেমি স্মিথ (৬২), বেথেল (১১০) ও রুট (১০০)। শেষ দিকে জস বাটলার ৩২ বলে ঝড়ো ৬২ রান করে দলকে নিয়ে যান ৪১৪ রানে।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ধসে পড়ে। ৮.৫ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জফরা আর্চার ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন, আদিল রশিদ পান ৩ উইকেট। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান আসে করবিন বশের ব্যাট থেকে।

এতোদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত।

একনজরে ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়:

রান ব্যবধানদলবিপক্ষভেন্যুসাল
৩৪২ইংল্যান্ডদক্ষিণ আফ্রিকাসাউদাম্পটন২০২৫
৩১৭ভারতশ্রীলঙ্কাতিরুবনন্তপুরম২০২৩
৩০৯অস্ট্রেলিয়ানেদারল্যান্ডসদিল্লি২০২৩
৩০৪জিম্বাবুয়েযুক্তরাষ্ট্রহারারে২০২৩
৩০২ভারতশ্রীলঙ্কামুম্বাই২০২৩